১। উপজেলা চেয়ারম্যান এর তদারকীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্নয়ে কাজ করেন।
২।,উপজেলা ও ইউনিয়ন তথ্য গ্রাম পয্যায়ে পানি সরবরাহ ও স্যানিটেশন সম্পকিত উন্নয়ন প্রশাসনিক ও কারিগরি বিষয়ে
ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন।
৩। উপজেলা সকল স্থরে পানির গুনগত পরীÿণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালন করেন।
৪। পানি সরবরাহ ও স্যানিটেশন সংশিস্নষ্ট তথ্য আনায়ন/ ব্যাবহার সংরক্ষণ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক প্রেরণ করা হয়।
৫। স্যানিটেশন ল্যাটিন নির্মাণ, স্থাপন, বিক্রয় কার্যক্রম তদারক করণ, বিক্রয়ের অর্থ সংগ্রহ ও সংশিষ্ট সরকারী খাতে জমা প্রদান করা
করে থাকেন।
৬। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করনের লক্ষে টিউবওয়েল স্থাপন ও সহায়ক চাঁদা আদায় ও সরকারী খাতে জমা প্রদান করেন।
৭। টিউবওয়েল পুনঃস্থাপন মেরামত ও রক্ষনাবেক্ষণ কাজ তদারক করেন।
৮। টিউবওয়েল ও স্যানিটারী ল্যাট্রিন এর তথ্য ও পরিসংখ্যান এর তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ব্যাবস্থা করেন।
৯। টিউবওয়েল ও স্যানিটারী ল্যাট্রিন এর ডাটাবেজ প্রস্তুত ও হালনাগাত করা হয়।
১০। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, থানচি উপজেলা প্রশাসন ও কর্ম ব্যাবস্থাপনা নিশ্চিত করেন।
১১। সরকারী সিদ্ধান্ত মোতাবেক পানি সরবরাহ ও স্যানিটেশন সংশিষ্ট যাবতীয় জরীপ সমীক্ষা, অগ্রণী প্রকল্প ইত্যাদি কর্মকান্ডে
অংশগ্রহণও সক্রিয় সহযোগিতা প্রদান।
১২। সরকারী নির্দেশ মোতাবেক পানি সরবরাহ ও স্যানিটেশন সংশিষ্ট জনসচেতনা মূলক কার্যক্রম। অবকাঠামো সমূহ নির্মাণ, মেরামত,
সংরক্ষণ, পরিবীক্ষণ ইত্যাদি মান সম্মত ভাবে সম্পাদনের জন্য জনবলের জন্য কার্যকর প্রশিক্ষণ পরিচালনা করণ।
১৩। তথ্য প্রযুক্তি ব্যাবস্থার ও প্রয়োগ সম্প্রসারণ করণ।
১৪। পার্বত্য জেলা পরিষদ কিংবা নির্বাহী প্রকেীশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলী/প্রধান প্রকৌশলী বা অন্যকোন উর্দ্ধতন কর্তৃপক্ষ সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস